শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা
ফেসবুক কর্নার

ইমরানের গোল্ডেন প্লে

শোবিজ প্রতিবেদক

ইমরানের গোল্ডেন প্লে

জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি ১ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে। আর এই সাফল্যে ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ও সুরকার ইমরান মাহমুদুল। ২৮ জুলাই নিজের ফেসবুকে এ অর্জনের ছবি শেয়ার করে ইমরান তাঁর শ্রোতা, ভক্ত ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে জুয়েল মোর্শেদ ও কাইনেটিক নেটওয়ার্ককেও জানিয়েছেন ধন্যবাদ। এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘যে কোনো স্বীকৃতিই আনন্দের। অবশেষ আমার ইউটিউব চ্যানেলটি ১ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করল। আর ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেলাম। আমার শ্রোতা, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’ এদিকে গত সপ্তাহে রঙ্গন মিউজিক থেকে মুক্তি পাওয়া ইমরানের ‘ঘুম ঘুম চোখে’ গানটিও সপ্তাহ না ঘুরতেই ১ মিলিয়ন ভিউ ছুঁইছুঁই করছে। জামাল রঙ্গনের কথায় গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল নিজেই। এর বাইরে অডিও এবং চলচ্চিত্রের গানে ব্যস্ত সময় পার করছেন ইমরান মাহমুদুল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর