শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা
মোশাররফ-মুনতাহা

জাস্ট মৌমিতা

শোবিজ প্রতিবেদক

জাস্ট মৌমিতা

ইকবাল সাহেব একজন সফল বিজনেসম্যান। স্ত্রী রুমাকে নিয়ে তার সুখের সংসার। হঠাৎ একদিন ইকবালের ফোনে একটি মেসেজ আসে। এটি চোখে পড়ে স্ত্রী রুমার। কারণ রুমা ভীষণ সন্দেহবাতিক টাইপের। মেসেজটা এসেছে সীমার কাছ থেকে। যে কিনা ইকবাল সাহেবের প্রথম স্ত্রী। বাবা-মার পছন্দে ইকবাল বিয়ে করেছিলেন সীমাকে। তবে ইকবালের সঙ্গে রুমার প্রেমের কারণে সীমা সরে যায়। ইকবাল মেসেজে আসা ঠিকানায় যোগাযোগ করে জানতে পেরে, সীমা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। রেখে যায় সন্তান মৌমিতাকে। এমন আবেগঘন গল্পটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন যায়নুদ্দিন সানী। আর ‘জাস্ট মৌমিতা’ নির্মাণ করেছেন শাহনেওয়াজ রিপন। নির্মাতা বলেন, ‘গল্পটি অন্য স¦াদের। সবার ভালো লাগবে আশা করছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর