ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। বায়োপিকের নাম রাখা হয়েছে ‘পদাতিক’। সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীর কথা শুনে অনেকের মধ্যে কৌতূহল জেগেছিল মৃণাল চরিত্রে কেমন লাগবে চঞ্চলকে? মৃণাল চরিত্রে চঞ্চলের লুক প্রকাশের পর সে কৌতূহল মিটেছে সবার। এবার চঞ্চল জানালেন, মৃণাল চরিত্রে নিজেকে দেখে নিজেই অবাক হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানিয়েছেন চঞ্চল। মঙ্গলবার একটি ছবি পোস্ট করে ক্যাপশন দেন। তিনি লেখেন, ‘ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই। এটা কি মৃণাল সেন নাকি আমি! সত্যটা বুঝতে একটু সময় লেগেছে। সেই সঙ্গে অনেকখানি ভালোও লেগেছে।’