রাজধানীর বাসিন্দাদের কাছে শীতের আমেজ ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে তিন দিনের পৌষমেলার আয়োজন করেছে পৌষমেলা উদযাপন পরিষদ। গতকাল বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) ওয়াইজঘাট প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
উদ্বোধনী আনুষ্ঠানিকতায় আলোচক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, বাফার সভাপতি হাসানুর রহমান বাচ্চু, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানস বোস বাবুরাম। সভাপতিত্ব করেন পৌষমেলা উদযাপন পরিষদের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ ও স্বাগত ভাষণ দেন পরিষদের সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায়।
তিন দিনব্যাপী এই পৌষমেলায় প্রতিদিনই থাকছে সংগীত, আবৃত্তি, নৃত্য, যাত্রাপালা, সঙযাত্রা, ব্রতচারী নৃত্য ও বাউল গান। এ ছাড়া আরও থাকছে পিঠা-পুলির স্টল।
প্রথম দিনের আসরে দলীয় সংগীত পরিবেশন করে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস, বহ্নিশিখা, উঠোন। একক সংগীত পরিবেশন করেন খাইরুজ্জামান কাইয়ুম, সৃজ্যোতি রায়, অলোক দাশগুপ্ত, নিশি কাওসার ও শান্তা সরকার। দলীয় নৃত্য পরিবেশন করে নাচের দল স্পন্দন ও শিশু দল গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা, স্বরতরঙ্গ। দলীয় আবৃত্তি পরিবেশন করে ঢাকা স্বরকল্পন। একক আবৃত্তি করেন ড. শাহদাত হোসেন নিপু, রেজিনা ওয়ালী লিনা, ইকবাল খোরশেদ, আজহারুল হক আজাদ, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী ও মাহফুজা আক্তার মিরা।
বিকালের পর্বে দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পী গোষ্ঠী, উদীচী শিল্পী গোষ্ঠী, সত্যেনসেন শিল্পী গোষ্ঠী ও লালন পরশী একাডেমি। একক সংগীত পরিবেশন করেন আবু বকর সিদ্দিক, ফকির সিরাজ, সমর বড়ুয়া, সুরাইয়া পারভীন, লামিয়া ঐশ্বর্য, নবনীতা জাঈদ চৌধুরী, রাফিয়া রুনা ও লাভলী দেব। দলীয় নৃত্য পরিবেশন করে পরশমণি কলা কেন্দ্র, পুষ্পাঞ্জলি ও শিশুদল : মৈত্রী শিশুদল। দলীয় আবৃত্তি করে মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র ও প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন। একক আবৃত্তি করেন অনন্যা লাবণী পুতুল, মাসুদুজ্জামান, অনিকেত রাজেশ ও মহীউদ্দীন শামীম।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
রাজধানীতে বর্ণাঢ্য পৌষমেলা
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর