রাজধানীর বাসিন্দাদের কাছে শীতের আমেজ ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে তিন দিনের পৌষমেলার আয়োজন করেছে পৌষমেলা উদযাপন পরিষদ। গতকাল বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) ওয়াইজঘাট প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
উদ্বোধনী আনুষ্ঠানিকতায় আলোচক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, বাফার সভাপতি হাসানুর রহমান বাচ্চু, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানস বোস বাবুরাম। সভাপতিত্ব করেন পৌষমেলা উদযাপন পরিষদের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ ও স্বাগত ভাষণ দেন পরিষদের সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায়।
তিন দিনব্যাপী এই পৌষমেলায় প্রতিদিনই থাকছে সংগীত, আবৃত্তি, নৃত্য, যাত্রাপালা, সঙযাত্রা, ব্রতচারী নৃত্য ও বাউল গান। এ ছাড়া আরও থাকছে পিঠা-পুলির স্টল।
প্রথম দিনের আসরে দলীয় সংগীত পরিবেশন করে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস, বহ্নিশিখা, উঠোন। একক সংগীত পরিবেশন করেন খাইরুজ্জামান কাইয়ুম, সৃজ্যোতি রায়, অলোক দাশগুপ্ত, নিশি কাওসার ও শান্তা সরকার। দলীয় নৃত্য পরিবেশন করে নাচের দল স্পন্দন ও শিশু দল গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা, স্বরতরঙ্গ। দলীয় আবৃত্তি পরিবেশন করে ঢাকা স্বরকল্পন। একক আবৃত্তি করেন ড. শাহদাত হোসেন নিপু, রেজিনা ওয়ালী লিনা, ইকবাল খোরশেদ, আজহারুল হক আজাদ, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী ও মাহফুজা আক্তার মিরা।
বিকালের পর্বে দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পী গোষ্ঠী, উদীচী শিল্পী গোষ্ঠী, সত্যেনসেন শিল্পী গোষ্ঠী ও লালন পরশী একাডেমি। একক সংগীত পরিবেশন করেন আবু বকর সিদ্দিক, ফকির সিরাজ, সমর বড়ুয়া, সুরাইয়া পারভীন, লামিয়া ঐশ্বর্য, নবনীতা জাঈদ চৌধুরী, রাফিয়া রুনা ও লাভলী দেব। দলীয় নৃত্য পরিবেশন করে পরশমণি কলা কেন্দ্র, পুষ্পাঞ্জলি ও শিশুদল : মৈত্রী শিশুদল। দলীয় আবৃত্তি করে মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র ও প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন। একক আবৃত্তি করেন অনন্যা লাবণী পুতুল, মাসুদুজ্জামান, অনিকেত রাজেশ ও মহীউদ্দীন শামীম।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল
রাজধানীতে বর্ণাঢ্য পৌষমেলা
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর