নতুন বাংলাদেশের অস্থির বুকে দাঁড়িয়ে শিরোনামহীন একটি প্রশ্ন ছুড়েছে গানে গানে। যার নাম ‘কেন?’। কথাগুলো এমন- আজ এই শহরের পাখিরা/ সারা রাত অযথাই/ অন্ধের মতো উড়ছে কেন/ কড়া রোদে পুড়ে ছাই/ ছাই হয়ে আকাশের গায়ে/ লাল সূর্যটা তবু/ জ্বলছে কেন...। দলনেতা জিয়াউর রহমানের কথায় কাজী আহমেদ শাফিনের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন শেখ ইশতিয়াক। সাড়ে চার মিনিট দৈর্ঘ্যে আন্দোলনের নানান চরিত্র দিয়ে নান্দনিক গ্রাফিক্সে সাজানো এ গানচিত্রটি প্রকাশ হয়েছে ‘নতুন বাংলাদেশ’ এর প্রথম দিনেই। দলনেতা জিয়া জানান, আন্দোলন চলার সময় এ গানটির জন্ম তাদের ভিতর। সফল সমাপ্তি শেষে প্রথম দিনই গানটি প্রকাশ করতে পেরে দলের সদস্যরা স্বস্তিতে ফিরেছেন।