বাংলাদেশের সরকার পতনের পর দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার ঘটনায় উদ্বিগ্ন বলিউডি অভিনেত্রী প্রীতি জিনতা। নিউজ ১৮ বলছে, এ ধরনের হামলার খবরে নায়িকা ‘ভেঙে পড়েছেন’। তিনি আশা করছেন অন্তর্র্বর্তী সরকার এ ধরনের সহিংসতা বন্ধে ‘যথাযথ ব্যবস্থা নেবে’। এক্সে দেওয়া পোস্টে প্রীতি লিখেছেন- ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে সহিংসতা হয়েছে তা দেখে আমি বিধ্বস্ত এবং ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষ ঘর হারাচ্ছে। সংখ্যালঘুদের উপাসনালয় ভাঙচুর করা হচ্ছে। আশা করি নতুন সরকার এ ধরনের সহিংসতা বন্ধ করতে ও জনগণকে সুরক্ষা দিতে যথাযথ পদক্ষেপ নেবে। বাংলাদেশের নির্যাতিতদের জন্য আমি উদ্বিগ্ন এবং প্রার্থনা করছি।’