২০২১ সালে অনন্য মামুনের ‘মেকাপ’ সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় নিপা আহমেদ রিয়েলির। করেছেন সৈকত নাসিরের সিনেমা ‘ক্যাসিনো’ এবং ওয়েব সিরিজ ‘নেটওয়ার্ক’। মাঝে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও সিনেমার কাজ নিয়ে ছিলেন ব্যস্ত। তাঁর ‘খোদা হাফেজ’ মুক্তির অপেক্ষায়। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন - পান্থ আফজাল
কাজ নিয়ে ব্যস্ততা কেমন চলছে?
ভালো। বেশকিছু কাজ প্রস্তুত রয়েছে। একে একে সব আসবে।
‘খোদা হাফেজ’-এর টিজার সম্প্রতি মুক্তি পেয়েছে...
হুমম...টিজারে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। দর্শক বলেছে, আমাকে তারা নতুনভাবে দেখতে পাচ্ছে।
আগের দুটি সিনেমার চরিত্র থেকে এটি কতখানি আলাদা?
‘মেকাপ’ ও ‘ক্যাসিনো’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে যেখানে আমি গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করেছি। তবে এ সিনেমায় আমাকে একেবারেই সাদামাটা একটা মেয়ের চরিত্রে দেখা যাবে।
ফিল্মটির কাজের অগ্রগতি কেমন?
ছবিটির শুটিং পুরোপুরি শেষ। শুধু একটি গানের কাজ বাকি। পুরো শুটিং দেশে হলেও গানের শুটিং করতে আমরা বিদেশের লোকেশনে যাব বলে সিদ্ধান্ত হয়েছে। অনিক বিশ্বাস পরিচালিত এ ছবিতে আমার বিপরীতে আছেন সাঞ্জু জন আর নবাগত দিদার। ঈদুল ফিতরে ছবিটি মুক্তির পরিকল্পনা করছে জাজ মাল্টিমিডিয়া। আশা করছি দর্শক ছবিটি পছন্দ করবেন।
বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘নেটওয়ার্ক’ করেছিলেন...
সিরিজটিতে আমাকে অ্যাকশন লেডি হিসেবে দেখতে পাবেন দর্শক। আমি বেগম চরিত্রে অভিনয় করেছি। এটি পরিচালক সৈয়দ নাসির স্যারের দারুণ একটি নির্মাণ। সিনেমার আদলেই ‘নেটওয়ার্ক’ নামের সিরিজটির শুটিং করেছেন তিনি। আমরা পরপর দুই সিজনের কাজ শেষ করেছি। এখন ভালো একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে সিরিজটি। ক্যারিয়ারের এমন চ্যালেঞ্জিং চরিত্রে কাজের সুযোগ পেয়ে কৃতজ্ঞ।
ক্যারিয়ারে কম কাজ কেন?
সবসময় নিজেকে চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করতে চেয়েছি। তাই যে কোনো কাজ পেলেই করছি না। আমার কাজের দিকে খেয়াল করলে দেখবেন প্রতিটি চরিত্রই একটি থেকে আরেকটি ডিফারেন্ট। আমি আসলে অভিনয়টা খুব ভালোবাসি। অভিনয় নিয়ে অনেক দূর যেতে চাই। তাই নিজেকে সব ধরনের চরিত্রে দেখতে চাই। ভালো মানের সিনেমায় কাজ করতে চাই, যাতে দর্শকের একটা আস্থা তৈরি হয় আমার ওপর।
এ ইন্ডাস্ট্রিতে নবাগতরা কতটা সাদরে গ্রহণীয়?
নতুন-পুরাতন মিলেই কিন্তু এ ইন্ডাস্ট্রি। প্রতি বছর নতুন শিল্পী আসছে। তবে এটাও ঠিক যে, একজন নতুন শিল্পী নিজেকে প্রমাণ করার জন্য উপযুক্ত সুযোগটুকু সহজে পান না। সুযোগটা অন্তত দেওয়া উচিত, তাহলেই না বোঝা যাবে কে কতদূর যেতে পারবে। আর নতুনদেরও ইন্ডাস্ট্রিতে আসার আগে কিছু শিখে আসতে হবে।
প্রেম-ভালোবাসা-বিয়ে...
প্রেম-ভালোবাসা তো থাকবেই। বিয়ে যখন হয়, হবে। তবে সবসময় আমি কাজ নিয়েই আলোচনায় থাকতে চাই। আর যেহেতু অভিনয়টা চালিয়ে যেতে চাই, তাই অবশ্যই বিয়ের জন্য এমন কাউকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেব যিনি আমার অভিনয় পেশাকে সম্মান এবং সাপোর্ট করবেন।