বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত ও প্রতিভাবান অভিনেত্রী শবনম বুবলী। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিষেক ঘটে। এরপর থেকে তিনি একাধিক হিট সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বুবলী। তখন অনেকেই বলেছিলেন, শাকিবের সঙ্গ ছাড়া সিনেমায় অন্য কারও সঙ্গে জুটি বেঁধে তেমন সফলতা পাবেন না বুবলী। ঝরে যেতে পারে তাঁর ক্যারিয়ার। কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে। শাকিবকে ছেড়ে বুবলী বিভিন্ন নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন, হয়েছেনও প্রশংসিত। তাঁর নায়ক হয়েছেন মাহফুজ আহমেদ, শরীফুল রাজ, নিরব, আদর আজাদ, সাইমন সাদিক এবং সর্বশেষ সিয়াম আহমেদ। শুধু তাই নয়, গত কয়েক বছরে নায়িকা হিসেবে সব থেকে ব্যস্তও তিনি, সফলও তিনি। গত ঈদেও একই ধারা অব্যাহত রেখেছেন বুবলী। সমালোচকদের কাজের মাধ্যমেই দিয়েছেন জবাব। সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধে বুবলী ঈদে দর্শকদের সামনে হাজির হন ‘জংলি’ সিনেমা নিয়ে। ছবিটি দর্শকমহলে হয় প্রশংসিত। পাশাপাশি ছবিটিতে বুবলীর অভিনয়ও প্রশংসিত হয়। ‘টান’র পর ওটিটি মাধ্যমেও তিনি সরব রয়েছেন। সব মিলিয়ে বুবলী একাই ১০০। বুবলী বলেন, ‘আমি সত্যিই আনন্দিত ও গর্বিত মানুষ। যেভাবে আমার প্রতিটি ছবি দেখছে ও আমার চরিত্রের প্রশংসা করছে, সেটা অবিশ্বাস্য। এটা অনেক বড় একটি বিষয় আমার জন্য। দর্শকদের ভালোবাসা এভাবে পেলে আসলে উৎসাহটা বেড়ে যায়। আরও ভালো কাজ উপহার দেওয়ার ইচ্ছা হয়।’ এদিকে রোজার ঈদের ধামাকার পর বুবলী আসছেন নতুন সিনেমা ‘পুলসিরাত’ তথা ‘সরদার বাড়ির খেলা’ নিয়ে। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে বুবলী-রোশান অভিনীত আলোচিত এ চলচ্চিত্রটি। যদিও এ সিনেমার পরিচিতি প্রথমে ছিল এক ভিন্ন নামে ‘পুলসিরাত’, যা নিয়ে সম্প্রতি তৈরি হয়েছে আলোচনা ও বিতর্ক। ২০২২-২৩ অর্থবছরে এই নামেই সরকারি অনুদান পেয়েছিল ছবিটি। তবে সেন্সর বোর্ডে জমা দেওয়ার সময় আপত্তি ওঠে নামটি নিয়ে। তবে যেহেতু সরকারি অনুদানের ছবি, তাই মন্ত্রণালয়ের নির্দেশ মেনেই নাম পরিবর্তন করতে হয়েছে নির্মাতার। এখন সিনেমাটির নাম রাখা হয়েছে, ‘সরদার বাড়ির খেলা’, যা দুই সপ্তাহ আগে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এ সিনেমায় প্রথমবারের মতো বুবলী ও রোশানকে জুটি হিসেবে দেখা যাবে। ভিন্নধর্মী গল্প ও পারিবারিক রাজনীতির প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে বুবলীর চরিত্র একজন সংগ্রামী নারী, যিনি একটি প্রভাবশালী পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
শবনম বুবলী বলেন, ‘এ চরিত্রটা আমার আগের সব কাজ থেকে আলাদা। গল্পে আমি একদম ভিন্ন ধরনের নারীর ভূমিকায় অভিনয় করেছি, যার ব্যক্তিত্ব শক্তিশালী এবং আবেগঘন। আশা করছি দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে।’