বহুলপ্রতীক্ষিত সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত কমেডি ঘরানার সিরিজটির মূল ভূমিকায় আছেন মোশাররফ করিম, যাকে দেখা যাবে ‘ট্রাক ড্রাইভার’র চরিত্রে। নাম আব্বাস। সেই সঙ্গে এই হইচই সিরিজে অভিনয় করেছেন একঝাঁক অভিনেত্রী। আছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া, রোবেনা করিম জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি। মোশাররফ করিম বলেন, ‘বোহেমিয়ান ঘোড়া’-তে ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রটি দর্শকদের জন্য হতে যাচ্ছে এক দারুণ চমক। যদিও অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই সঙ্গে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণে এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া।
আর হইচই-এর সঙ্গে আমার সম্পর্কটা তো বহুদিনের। তাই এই সিরিজটা নিয়েও প্রত্যাশা অনেক। দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।’ এটিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ আর জুঁই করিম।