আজ প্রকাশিত হচ্ছে কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিকের একটি নতুন মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির কথাও লিখেছেন তিনি। 'মিসকল' এর গল্পনির্ভর ভিডিওচিত্র মুক্তি পাচ্ছে আজ। আজ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে গানটি প্রচারিত হবে। পাশাপাশি ইউটিউব এবং শিল্পীর ফেসবুক ও ফানপেজে দেখা যাবে 'মিসকল' এর মিউজিক্যাল ফিল্ম। শিল্পী ও সাংবাদিক মানিকের আলোচিত অ্যালবাম 'অবাক শহরে'র একটি অন্যতম গান হলো 'মিসকল'। গানটির সংগীত পরিচালনা করেছেন এফ এ সুমন। গত বছরের ঈদুল ফিতরে প্রকাশিত ওই অ্যালবামের 'ছায়ামানবী' ও 'রংবাজার' গান দুটির ভিডিও চিত্রও ইতোমধ্যে দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। 'মিসকল' ভিডিওটি তৈরি হয়েছে মূলত কার্টুনচিত্র দিয়ে। দেশের খ্যাতিমান কয়েকজন অ্যানিমেটর নির্মাণ করেছেন এসব কার্টুন। মানিকের কনসেপ্টের ওপর ভিত্তি করে ভিডিও তৈরি করেছেন সৈয়দ আলী আহসান লিটন। ভিডিও প্রসঙ্গে শিল্পী আমিরুল মোমেনীন মানিক বলেন, 'বিদেশে স্যাটায়ার বা ব্যঙ্গাত্দক গান তৈরির ব্যাপক প্রচলন থাকলেও বাংলাদেশে তা খুব একটা হয় না। 'মিসকল' গানে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে ব্যঙ্গাত্দকভাবে প্রতিবাদ করা হয়েছে। মোবাইল ফোনের অপব্যবহারের কারণে তরুণ প্রজন্মের বড় অংশ যে বিপথগামী হয়ে যাচ্ছে, ভিডিওতে মূলত সেটিই তুলে ধরা হয়েছে।' সংগীত চর্চার পাশাপাশি মানিক বর্তমানে মাই টিভিতে 'মাই টিভি রাউন্ডটেবিল' নামের একটি নতুন ধারার টকশো'র গ্রন্থনা ও সঞ্চালনা করছেন। এর আগেও তিনি বৈশাখীসহ একাধিক টেলিভিশনে কাজ করেছেন।