নোয়াখালী সরকারি কলেজের এইচএসসির ছাত্রী ফাতিমা তুয্ যাহ্রা ঐশী। 'হৃদয় মিঙ্-থ্রি'র 'দক্ষিণা হাওয়া' গানটি দিয়ে নজর কেড়েছেন শ্রোতার। কণ্ঠ দিয়েছেন আরও কিছু মিঙ্ড অ্যালবামেও। নিয়মিত গাইছেন স্টেজ এবং বিভিন্ন টিভি অনুষ্ঠানে। এবার নিজের প্রথম একক তৈরি করছেন ঐশী। আর এ অ্যালবামের সবগুলো গানের সুর-সংগীত করছেন সময়ের অন্যতম সুরকার-সংগীত পরিচালক ইমরান। এবারই প্রথম অন্য কারও একক অ্যালবাম তৈরি করছেন এ তরুণ। আসছে পহেলা বৈশাখকে সামনে রেখে তৈরি হচ্ছে নাম চূড়ান্ত না হওয়া এই অ্যালবামটি। এতে মোট গান থাকছে ১০টি। এর মধ্যে ৩টি গানে ইমরান ও ঐশীর দ্বৈত কণ্ঠ থাকছে। বাকী ৭টি ঐশীর একক। চারটি গানের রেকর্ডিং হয়ে গেছে। এখন চলছে বাকি গানগুলো তৈরির কাজ। গানগুলোর কথা লিখছেন রবিউল ইসলাম জীবন। ইমরান বলেন, 'ঐশীর গানের গলা চমৎকার! যে কোনো ধরনের গানই সহজে গাইতে পারে। মেলোডির পাশাপাশি, কিছু রক এবং এঙ্পেরিমেন্টাল গানও করছি তার জন্য। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।'