চলে গেলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলার ভাই ববি চাওলা। তিনি আজ সকালে মুম্বাইয়ের জসলোক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ববি ২০১০ সালের এপ্রিল থেকে হাসপাতালে (কোমায়) চিকিৎসাধীন ছিলেন।
ভাইয়ের মৃত্যুতে জুহি এক টুইটার বার্তায় লিখেছেন, ''ববির চলে যাওয়াটা যেন একটা চিত্রনাট্য......মাত্র দু'দিন আগেই আমার গোলাব গ্যাং ছবিটা মুক্তি পেল.......ববি যেন এই দিনটারই অপেক্ষায়ই ছিল।''