মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু এ আর রিপনের। নাগরিক নাট্যাঙ্গনের হয়ে দীর্ঘদিন মঞ্চনাটকে অভিনয় করেছেন। অভিনয়েও তিনি সাবলীল। খণ্ড নাটক 'আজ শফিকের বিয়ে', 'পাণ্ডুলিপির শেষের কথা কি ছিল', 'সেই সন্ধ্যায়'সহ বেশ কিছু নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার চলচ্চিত্রের খাতায় নাম লিখিয়েছেন রিপন। সম্প্রতি মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় 'ইটিশ পিটিশ প্রেম' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগতা প্রিয়ন্তি। বড় পর্দায় অভিনয় প্রসঙ্গে রিপন বলেন, 'ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল সিনেমায় অভিনয় করার। নিজেকে সেভাবে প্রস্তুতও করছি। এখন স্বপ্ন পূরণের পথে।'