ভারতীয় নারীদের মধ্যে এখন অনলাইনে সবচেয়ে বেশি জনপ্রিয় নারী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ইন্টারনেট জায়ান্ট গুগলের প্রকাশিত এক সাম্প্রতিক তালিকা থেকে জানা গেছে এই তথ্য। মিডডের দেওয়া খবর অনুসারে, নিজ নিজ ক্ষেত্রে সফল ২০ জন ভারতীয় নারীর একটি তালিকা প্রকাশ করেছে গুগল, যাদের গত দুই মাসে অনলাইনে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে। ওই তালিকার সবার উপরে আছেন বলিউড দুই অভিনেত্রী ঐশ্বরিয়া রাই এবং বিদ্যা বালান। তৃতীয় স্থানে আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব সোনিয়া গান্ধী। সেরা দশের মধ্যে উঠে এসেছেন সাবেক পুলিশ অফিসার কিরন বেদিও।