মুক্তিযুদ্ধের পরপরই মঞ্চনাটকে নাম লেখান ফেরদৌসী মজুমদার। কাজ করেছেন টিভি নাটকেও। 'কোকিলারা', 'এখনো ক্রীতদাস', 'বরফগলা নদী', 'পায়ের আওয়াজ পাওয়া যায়', 'শঙ্খনীল কারাগার', 'সংশপ্তক' তার উল্লেখযোগ্য কাজ। নাট্যজন ফেরদৌসী মজুমদারকে 'মঞ্চজননী' আখ্যায়িত করে আনুষ্ঠানিক সম্মাননা দিচ্ছে নাট্যসংগঠন স্বপ্নদল। এ উপলক্ষে গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে 'নক্ষত্রগর্ভা-জননী' অভিধায় স্বপ্নদলের নিয়মিত নাট্যকর্মীর মায়েদের সম্মান জানানো হয়। অতিথি থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বিশ্বকেন্দ্রের সভাপতি রামেন্দু মজুমদার।