দীর্ঘদিন পর আবারও বাংলা চলচ্চিত্রে একটি গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী আশা ভোঁসলে। সঞ্জয় নাগের পরিচালনায় চলচ্চিত্রটির নাম 'পারাপার'। এ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা আহমেদ রুবেল, ওপারের ঋতুপর্ণা সেনগুপ্ত ও পাওলি দাম। তিনি জানান, গানটি আবহসংগীত হিসেবে থাকছে। দুই অসমবয়সী মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে গানটি। গানের কথাগুলো আধুনিক হলেও কীর্তন আর ভাটিয়ালির সুরে 'লালাবাই' মুডে সুর করেছেন সৌরেন্দ ও সৌম্যজিৎ। এটাই তাদের প্রথম কোনো ছবির কাজ। গত মঙ্গলবার আশা ভোঁসলের ঘরে রাহুল দেব বর্মণ ব্যবহৃত হারমোনিয়াম বাজিয়ে গানটি তুলে দিয়েছেন তারা।