'টুয়েলভ ইয়ার্স আ স্লেভ' ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে এ বছর সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে অস্কার পুরস্কার ঝুলিতে ভরেছেন কেনিয়ান বংশোদ্ভূত মেঙ্কিান অভিনেত্রী লুপিটা নিওঙ্গ। গত বছর মুক্তি পাওয়া ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন আইরিশ-জার্মান অভিনেতা মাইকেল ফ্যাসবেন্ডার। সম্প্রতি এক খবরে এই জুটির প্রেমের কথা জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, 'টুয়েলভ ইয়ার্স আ স্লেভ' ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন লুপিটা ও ফ্যাসবেন্ডার। ছবিটিতে শুটিংয়ের পাশাপাশি প্রচারণার কাজেও প্রচুর সময় একসঙ্গে কাটাতে হয়েছে তাদের। এভাবে এই দুজনের মধ্যে সখ্য গড়ে ওঠে।