ছোটবেলা থেকেই লতা মঙ্গেশকরের অন্ধ ভক্ত শচিন তেন্ডুলকার। দেশে-বিদেশে সবসময়ই তার সঙ্গী লতাজির গান। তাই নিজের বাড়ির মিউজিক রুমের জন্য লতা মঙ্গেশকরের ব্যবহার কোনও জিনিস চেয়েছিলেন মাস্টার ব্লাস্টার শচিন।
শচিনকে নিরাশ করেননি লতাজি। নিজের হাতের লেখা দুটো গান মাস্টারের হাতে তুলে দেন তিনি। শচিনের অবসরে আর পাঁচজন ভারতীয়র মত তারও যে মন খারাপ তা জানাতে ভোলেননি কিংবদন্তি এই সংগীত শিল্পী।
লতা মঙ্গেশকরকে ধন্যবাদকে জানিয়ে নিজের জাতীয় দলের জার্সি তার হাতে তুলে দেন শচিন। লিখে দেন তার অনুপ্রেরণাকে শ্রদ্ধাসহ উপহার।
মুম্বইয়ে রাজ থ্যাকারের বাড়িতে বিরল এই দৃশ্যের সাক্ষী থাকল আপামর ভারতবাসীও।