ক্যামেরার সামনে ভারতের এক নামকরা সুপুরুষ মডেল, বিপরীতে টালিউড অভিনেত্রী স্বস্তিকা৷ এরপর দু'জনার ঘনিষ্ট মুহূর্ত। সবই শ্যুট করা হয়েছে মোবাইল ক্যামেরায়৷ কিন্তু হঠাৎ করেই সিনেমার নায়িকাদের এমএমএস ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, মোবাইলে মোবাইলে৷ এরপরই বদলে যায় নায়িকার জীবন৷
সংসার থেকে অত্মীয়-স্বজন, এমনকি কাছের মানুষও মুখ ফিরিয়ে নেয়৷ আর বাইরে তুমুল সমালোচনায় অন্তর বেদনায় ভোগেন নায়িকা- এই নিয়েই মৈনাক ভৌমিকের 'টেকওয়ান' ছবির গল্প৷যার কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা৷
আপাতত, ক্যামেরার সামনে উন্মুক্ত বক্ষ দেখানোর দায়ে তীব্র সমালোচিত এই অভিনেত্রী৷ কিন্তু সংবাদ মাধ্যমকে স্বস্তিকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'অভিনয়ের জন্য সবকিছু করতে পারি৷'
জানা গেছে, এই দৃশ্যের শ্যুটিংয়ের সময় নিরাপত্তা ছিল একেবারে নিশ্চিদ্র৷ যাতে শ্যুট করা দৃশ্যগুলো নিয়ে কোনওরকম অপরাধমূলক কাজ না হয়, সেদিকেই নজর ছিল সবার৷ এমনকি স্বস্তিকার নাকি মৈনাকের কাছে একটাই অনুরোধ ছিল, 'এমএমএস যেন তৈরি না হয়৷'