মুখে শেভিং ফোম, আর হাতে রেজার ! ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার ক্যামেরার সামনে সোনাম অবলীলায় শুরু করলেন দাড়ি কাটতে ৷রীতিমত হতবাক করে দিলেন সবাইকে। দেশীয় ‘ফিল্মফেয়ার’ থেকে বিদেশি ‘ভোগ’ সব পত্রিকার কভারেই সোনাম কাপুর মানেই স্টাইলিশ টাচ। আর হবে নাই বা কেন? স্টাইলের ক্ষেত্রে যেকোনও এক্সপেরিমেন্ট করতে পারেন তিনি। বলিউডে তিনিই স্টাইল ডিভা। সুযোগ পেলে নাকি বদলে দিতে চান গোটা বলিউডের স্টাইল স্টেটমেন্ট। কারণ স্টাইলের ব্যাপারে তিনিই তো শেষ কথা।
রোহনের ফটোশুটে স্টাইলিশ সোনামকে দেখা গেল একেবারে নতুন ভাবে। জানা গিয়েছে, প্রথমে রোহন ঠিক করেছিলেন সোনামের পোজ থাকবে একেবারেই নারীসুলভ। তবে ড্যাশি-পুশি সোনামই নাকি বলে উঠলেন নো মোর উইম্যানশিপ। এবার একটু হয়ে যাক মর্দানা জোশ। আর মুখের থেকে কথা পড়ার আগেই টুক করে গালে, গলায় লাগিয়ে নিলেন শেভিং ফোম! হাতে রেজার নিয়ে শুরু করলেন দাড়ি কাটা ৷
ফটোশ্যুটে সোনাম খুশি হলেও, সোনমের এই ছবি আপাতত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হট টপিক। অনেকে ব্যাঙ্গ করে সোনামের ছবির নিচে টুইট করেছেন ‘লোমশ বাবার মেয়ে, দাড়ি তো ভালই কাটবেন’!