উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী এ আর রহমান এখন ঢাকায়। গতকাল দুপুর ২টা ২০ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছেন এ অস্কার জয়ী শিল্পী। টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য তিনি ঢাকায় এসেছেন। তিনি বিমানবন্দর থেকে ঢাকার একটি অভিজাত হোটেলে এসে ওঠেন। তার সঙ্গে রয়েছেন ১৩০ সদস্যের একটি দল। এই দলে আছেন শিল্পী উদিত নারায়ণ, জাভেদ আলি, নীতি মোহন, শ্বেতা পণ্ডিত, শিবামণি, হারদীপ কৌর প্রমুখ। আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টের আগে মহড়া করতে চান এ আর রহমান। এ জন্যই একদিন আগে ঢাকায় এসেছেন। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহড়ায় অংশ নেবেন তারা। আর তিনি সংগীত পরিবেশনা করবেন আগামীকাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এ অনুষ্ঠানে আরও গান পরিবেশন করবেন বিখ্যাত মার্কিন শিল্পী একন। সঙ্গে থাকবেন দেশি শিল্পীরা।