প্রায় দুই বছর পর ধারাবাহিক নাটকে অভিনয় করছেন মডেল-অভিনেত্রী সুজানা। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করছেন সাজ্জাদ সুমন। এতে সুজানার বিপরীতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। সমাজ ও পরিবেশ সচেতনতামূলক কাহিনী অবলম্বনে ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। সুজানা বলেন, 'আমার বাবার অসুস্থতার জন্য অনেক দিন কোনো নাটকে কাজ করতে পারিনি। আমি মনে করি, ধারাবাহিকে অভিনয় একজন অভিনেত্রীর ক্যারিয়ারে যথেষ্ট প্রভাব ফেলতে পারে। এবারের ধারাবাহিকটি আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকবে।' শিরোনাম চূড়ান্ত না হওয়া ধারাবাহিকটির শুটিং চলতি সপ্তাহ থেকে উত্তরার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে।