'কুইন' সুপারহিট হওয়ার পর পরিচালক বিকাশ বহেল নির্মাণ করতে যাচ্ছেন নতুন ছবি। বরাবরের মতো এবারও ছবির গল্পে থাকবে নতুনত্ব।
জানা গেছে, বিকাশের নতুন ছবির গল্প অসম বয়সী দুই নর-নারীর প্রেমকে কেন্দ্র করে। আর মূল চরিত্রে অভিনয় করবেন ছবিতে টাবু ও শাহেদ কাপুরকে। ইতোমধ্যে ছবির নামও ঠিক হয়ে গেছে, 'রিটার্ন গিফট'।
পরিচালক বিকাশ জানিয়েছেন, 'কুইন' ছবি নির্মাণের অনেক আগেই এই ছবির গল্প মাথায় ছিল। তবে ঠিক সাহস হচ্ছিল না ছবিটি বানানোর। এখন এই ছবিটি নির্মাণের সঠিক সময় বলেই মনে হচ্ছে।
বিকাশ আরও জানিয়েছেন, টাবু ও শাহেদ দু'জনেই আগ্রহ দেখিয়েছেন এই ছবিটিতে কাজ করার ব্যাপারে। সব কিছু ঠিকঠাক চললে, এপ্রিল মাস থেকেই শুরু হবে 'রিটার্ন গিফট' ছবির শুটিং।