চ্যানেলের সে প্রিয় পাত্রী। হাসি ঠাট্টার কমেডি শোতে তিনিই মধ্যমণি। তবুও চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে উপযুক্ত সম্মান পেলেন না। এতে বেশ হতবাক হয়েছেন এবং দুঃখ পেয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
খবরটা হলো- সদ্য অনুষ্ঠিত বিশিষ্ট চ্যানেলের গৌরব পুরস্কার সন্ধ্যায় রীতিমতো অপমানিত হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
শ্রীলেখা জানিয়েছেন, সত্যি, খুব অবাক আশ্চর্য প্রদীপ সিনেমার জন্য আমি পার্শ্ব অভিনেত্রীর বিভাগে মনোনিত হয়েছি। এদিকে অনীক দত্তের এই ছবিতে আমি একেবারেই লিড রোলে ছিলাম।
শুধু তাই নয়, শ্রীলেখা জানিয়েছেন, মনোনয়নের ব্যাপারটা যদিও বা মেনে নিলাম। পুরস্কার সন্ধ্যায় মনোনয়ন প্রকাশের সময় আমার নামটাই বলা হয়নি। আমি খুব অপমানিত বোধ করছি। এই চ্যানেলের সঙ্গে আমার সর্ম্পক খুব ভালো বলেই আমি জানতাম।
অন্যদিকে, চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন, শ্রীলেখার সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক। ওর এই ধরনের মন্তব্য আমাদের অবাক করেছে। পুরস্কার নিয়মাবলিতে যা ছিল তা বদল আমাদের হাতের বাইরে।