জলপথ
মোহনা টিভিতে আজ দেখবেন মেগা ধারাবাহিক নাটক জলপথ। নাটকটি মোহনা টিভিতে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার প্রচারিত হয়। নাটকটি রচনা করেছেন এসএম হোসেন বাবলা। পরিচালনা করেছেন শাহানা হোসেন। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, হাসান মাসুদ, ফারাহ রুমা, ফকরুল হাসান বৈরাগী, আ খ ম হাসান, মুক্তি, নাঈম, সাজিয়া নওশীন জেরিন, নিশাত চমক, মুজিবুর রহমান দিলুসহ আরও অনেকে। নাটকটি প্রচার হবে আজ রাত ৯টা ৩৫ মিনিটে।
স্টার ওয়ার্ল্ড
তারকাদের জীবনযাপন, ঘটনা, দুর্ঘটনা আর রটনা নিয়ে আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান 'স্টার ওয়ার্ল্ড'। দেশের পাশাপাশি বিশ্ব মিডিয়ার নানা আলোচিত ঘটনা, স্ক্যান্ডাল, চলচ্চিত্রের পেছনের বিশেষ খবরাখবরও থাকছে এই অনুষ্ঠানে। সাবিলা নূরের উপস্থাপনায় 'স্টার ওয়ার্ল্ড' বাংলাভিশনে প্রচার হবে আজ থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।
রেইনফরেস্ট
প্রথমবারের মতো বাংলাদেশের টেভি চ্যানেলে সম্পর্ূণ নতুন, ক্লাসিক এবং ইনোভেটিভ আইডিয়া নিয়ে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় এসএ টিভিতে প্রচারিত হচ্ছে সিরিজ নাটক 'রেইনফরেস্ট'। এ নাটকের প্রতিটি আলাদা আলাদা গানের গল্পে এ পর্যন্ত অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র তারকা আমিন খান, সজল, কুসুম শিকদার, বিন্দু, মিলি, নাঈমসহ আরও অনেকে। এবার সিরিজে প্রথমবারের মতো যুক্ত হলেন জনপ্রিয় তারকা ভাবনা। তিনি অভিনয় করেছেন বিখ্যাত রবীন্দ্রসংগীত 'মাঝে মাঝে তব দেখা পাই' গানের গল্পে।
এই ছবিটার মূল্য কত
চারুকলা ক্যাম্পাসে তুমুল আলোচনা। ঘটনাটা এবার নিয়ে তৃতীয়বার ঘটল। যতবার সালাম মানুষের ছবি অাঁকছে ততবারই একটা করে মৃত্যুজনিত ঘটনা ঘটছে। সবার বারণ সত্ত্বেও সালাম তার ছবি অাঁকা থেকে সরে আসতে রাজি নয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম 'এই ছবিটার মূল্য কত'। সাগর জাহানের রচনা ও জামাল মলি্লকের পরিচালনায় এতে অভিনয় করেছেন তিশা, ইরেশ প্রমুখ। নাকটি প্রচার হবে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।
শৈল সমতলে
বাংলাদেশে বাঙালিদের পাশাপাশি পাহাড়-সমতল অংশে ৪৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের বসবাস। এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের শিক্ষা ও জীবিকার ভাষা বাংলা হলেও প্রত্যেকের রয়েছে আলাদা পৃথক মাতৃভাষা। বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব মাতৃভাষার গান নিয়ে আজ রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান 'শৈল-সমতলে'। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পিংকি তঞ্চংগ্যা।