বিজ্ঞাপন, নাটক এবং চলচ্চিত্র- কোথায় নেই মেহজাবিন চৌধুরী? তিন মাধ্যমেই সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি। আর ধরে রেখেছেন নিজের জনপ্রিয়তা। সম্প্রতি তিনি আবার লাঙ্-এর বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। এটি 'লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা-২০১৪'র প্রমোশনাল বিজ্ঞাপন। নির্মাণ করেছেন অমিতাভ রেজা। আগামী ১৭ এপ্রিল বিজ্ঞাপনটি প্রচারে আসবে। পাশাপাশি নাটকে অভিনয় তো রয়েছেই। আর হাতে রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় চলচ্চিত্র। শীঘ্রই এর কাজ শুরু হবে। স্বপন আহমেদ পরিচালিত চলচ্চিত্র 'পরবাসিনী'র কাজ শেষ। এদিকে মেহজাবিন সিজেএফবি অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা মডেল হিসেবে। তিনি বলেন, 'মনোনীত হওয়ার পর থেকেই মনের ভেতর কেমন যেন একটা ভয় কাজ করছিল। কিন্তু পুরস্কারটি যখন হাতে পেলাম তখন এতটাই খুশি হয়েছি যে বলে বুঝাতে পারব না।'