ফেয়ারনেস ব্র্যান্ড 'ফেয়ার অ্যান্ড লাভলী'র শুভেচ্ছা দূত হলেন অভিনেত্রী মাহিয়া মাহি। চুক্তি অনুযায়ী মাহিয়া মাহি ফেয়ার অ্যান্ড লাভলীর শুভেচ্ছা দূত হিসেবে ব্র্যান্ডের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবেন। এ সময়ের মধ্যে তাকে ফেয়ার অ্যান্ড লাভলীর বিজ্ঞাপনচিত্র, ইভেন্ট, কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণ করতে দেখা যাবে।
মাহিয়া মাহি ঢালিউডের নতুন প্রজন্মের অন্যতম অভিনেত্রী। তিনি তার অভিনয় দক্ষতায় অল্প সময়ে বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে নায়িকা হিসেবে দর্শকপ্রিয়তা লাভ করেছেন।
২০১১ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও শাহিন সুমন পরিচালিত 'ভালোবাসার রঙ' চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে বড় পর্দায় মাহির অভিষেক।
এ পর্যন্ত তার অভিনীত প্রায় অর্ধডজনেরও বেশি চলচ্চিত্র দর্শকপ্রিয়তা পেয়েছে। অভিনেত্রী অপু বিশ্বাসের পর ঢালিউডে মাহি জনপ্রিয় নায়িকার আসন দখল করে নিয়েছেন।
সর্বশেষ গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত মাহি অভিনীত 'দবির সাহেবের সংসার' চলচ্চিত্রটিও সফল হয়েছে। বর্তমানে এক ডজনেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।