বলিউড তারকা ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুরকে নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে। একসঙ্গে থাকার জন্য তারা দুজনে নাকি এবার বাড়ি খুঁজছেন।এক সূত্রের বরাত দিয়ে মিডডে জানায়,রণবীরের বাবা নাকি বাড়িতে ক্যাটরিনার নিয়মিত আনাগোনা পছন্দ করছেন না। তাই বাবা-মায়ের ছত্রছায়া থেকে বেরিয়ে আলাদা থাকতে চান রণবীর। সঙ্গে ক্যাটরিনা।
সূত্রটি জানায়, অনেকদিন ধরেই নিজের জন্য একটি বাড়ি খুঁজছিলেন ক্যাটরিনা। আর এখন রণবীরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হওয়ায় একসঙ্গে থাকার কথা ভাবছেন তিনি।
সূত্রটি আরও জানায়, নিজেদের ব্যস্ত শিডিউলের কারণে বাড়ি খোঁজার কাজটি সরেজমিনে করতে পারছেন না তারা। তবে ইতোমধ্যেই এ বিষয়ে আলাপ-আলোচনা করেছেন বেশ কয়েকজন প্রপার্টি এজেন্টের সঙ্গে।
কাজের ফাঁকে কিছুদিনের জন্য মুম্বাইতে অবস্থান করছেন ক্যাট-রণবীর। আর তাই এই সময়টি পুরোপুরিভাবে বাড়ি খোঁজার কাজে লাগাতে চান তারা।