বড় বোন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী। তার কারণেই ইরিন জামানকে সবাই চেনে। কারণ বড় বোনের হাত ধরেই চলচ্চিত্রে এসেছিলেন ইরিন। সোহানুর রহমান সোহান পরিচালিত 'অনন্ত ভালোবাসা' ছবির মাধ্যমে বড়পর্দায় তার যাত্রা শুরু হয়। বিপরীতে ছিলেন শাকিব খান। এরপর আরও কিছু ছবিতে অভিনয় করেছেন ইরিন। মৌসুমীর মতো ইরিনও অভিনয়ের পাশাপাশি ভালো গান করেন। আর তাই পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হলো ইরিনের তৃতীয় একক অ্যালবাম 'চাইলে তুমি'। ১২টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এর মধ্যে আছে একটি বৈশাখের গান ও একটি রবীন্দ্রসংগীত। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু, শফিক তুহিন, জুয়েল মোর্শেদ ও ইমরান। ইরিন বলেন, 'অনেকদিন পর অ্যালবাম করলাম। বিভিন্ন স্বাদের গান নিয়ে এটি সাজিয়েছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। তারা নিরাশ হবেন না।'