পাবনার গোপালপুরে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি দখলমুক্ত করতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ চূড়ান্ত রায় দিয়েছে। এর ফলে ওই বাড়ি অবৈধ দখলমুক্ত করতে আর কোনো বাধা নেই। আজ রবিবার আপিল বিভাগের সিনিয়র বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। লিভ টু আপিলের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
জানা গেছে, সুচিত্রা সেনের পৈতৃক ওই বাড়িটি ইমাম গাযযালী ইনস্টিটিউটকে ১৯৮৭ সালে এক বছরের জন্য লিজ দেওয়া হয়। এরপর ২০০৯ সালের ২২ জুন ইনস্টিটিউটটিকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ইনস্টিটিউটের পক্ষ থেকে ওই বছরই হাইকোর্টে রিট করা হয়।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেন। চূড়ান্ত শুনানি নিয়ে ২০১১ সালের ১৮ আগস্ট হাইকোর্ট আবেদন খারিজ করে রায় দেন। একই সঙ্গে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা নির্মাণে সরকারের সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করতে এবং সাংস্কৃতিক অঙ্গনে অবদান বিবেচনা করে সুচিত্রা সেনের জন্মস্থান রক্ষা ও সংরক্ষণ করতে বলা হয়।
এই রায়ের বিরুদ্ধে ২০১১ সালে ইনস্টিটিউটের ট্রাস্টি আইয়ুব হোসেন খান লিভ টু আপিল করেন। লিভ টু আপিলের শুনানি শেষে আজ আদালত তা খারিজ করে এ আদেশ দেন।