অনেক দিন ধরে বলিউডে নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না সেঙ্সিম্বল অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। গত বছরের শুরুতে 'রেস-টু' ছবির পর থেকে আর পর্দায় দেখা যায়নি তাকে। এটি ছিল গত বছরের অন্যতম একটি ব্যবসা সফল ছবি। তবে নতুন ছবি মুক্তি না পেলেও জ্যাকুলিন কিন্তু ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনয় নিয়ে।
বর্তমানে 'কিক' এবং 'রয়' ছবির শুটিং করছেন তিনি। 'রয়' ছবিতে ব্যাপক আবেদনময়ী রূপে দর্শকরা দেখতে পাবেন জ্যাকুলিনকে। বিষয়টি নিয়ে দারুণ খুশি জ্যাকুলিনও। কারণ আবেদন ছাড়া হিট নয়।