বলিউড অভিনেত্রী, গায়িকা ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার জীবনের গল্প নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করছেন তার সাবেক প্রেমিক মডেল-অভিনেতা অসীম মার্চেন্ট। বিনোদন জগতে প্রিয়াঙ্কার শুরুর দিকের সংগ্রামসহ তার ব্যক্তিগত জীবনের আরও নানা বিষয় ঠাঁই পাবে ছবিতে। প্রিয়াঙ্কার মডেলিং ক্যারিয়ারের শুরুর দিকে তার সঙ্গে অসীমের প্রেমের খবর চাউর হয়েছিল বলিউডে। ২০০০ সালে প্রিয়াঙ্কা বিশ্বসুন্দরী খেতাব জয়ের পর ধীরে ধীরে অসীমের সঙ্গে সম্পর্কে চিড় ধরে। প্রিয়াঙ্কা ক্যারিয়ার গড়তে ব্যস্ত হয়ে পড়েন। ওই সময় তাকে অনেক সংগ্রামও করতে হয়। প্রিয়াঙ্কার জীবনের খুঁটিনাটি এসব বিষয় নিয়ে ছবি তৈরির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্দপ্রকাশ করতে যাচ্ছেন অসীম।