নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় কলম জাদুকর হুমায়ূন আহমেদ একটি নাটকের পাণ্ডুলিপি লিখতে শুরু করেছিলেন। ১৯টি দৃশ্য তিনি লিখেছিলেন। এরপর আর এগোয়নি। সেই অসমাপ্ত পাণ্ডুলিপি এবার শেষ করছেন মেহের আফরোজ শাওন। শেষ করে তিনি নাটকটি নির্মাণ করবেন। নাটকটি 'চৌধুরী খালেকুজ্জামান' সিরিজের তৃতীয় কিস্তি হবে। নাটকের শিরোনাম 'চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয়'। সিরিজের প্রথম দুটি নাটকের মতো এবারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রাণ রায়। তার বাবার চরিত্রে দেখা যাবে জয়ন্ত চট্টোপাধ্যায়কে। শাওন জানান, তৃতীয় নাটকেও 'খ্যাপাটে' চৌধুরী খালেকুজ্জামানের নানা কাণ্ডে মজা পাবে দর্শক।