সম্প্রতি জিকিউ ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছেন কঙ্গনা। সেখানেই অর্ধনগ্ন কিছু ছবি তুলেছেন এই বলিউড অভিনেত্রী। আর এ নিয়েই বলিউডে এখন কঙ্গনা-আলোচনাই চলছে। 'কুইন' সিনেমা মুক্তির পর থেকে দারুণ সুসময় যাচ্ছে কঙ্গনা রানাওয়াতের। সিনেমাটি ব্যবসায়িকভাবে যেমন সফল, তেমনি এতে কঙ্গনার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের। যার ফলশ্রুতিতে এখন বেশ কয়েকটি সিনেমা কঙ্গনার শুটিং তালিকায়। ডাক পড়ছে বিভিন্ন পণ্যের ব্র্যান্ড আর ম্যাগাজিনের কভার গার্ল হওয়ারও।
নগ্নতার সঙ্গে ক্যারিয়ারের শুরু থেকেই জড়িয়ে আছেন কঙ্গনা। বেশ খোলামেলা হয়ে অভিনয় করেন তিনি। এবার যোগ করলেন নতুন মাত্রা।