মার্কিন অভিনেত্রী এমা স্টোন জানিয়েছেন, 'অ্যামেইজিং স্পাইডার ম্যান' সিরিজের পরের পর্বগুলোতেও 'থাকতে পারেন' তিনি। মুক্তির সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তোলায় 'অ্যামেইজিং স্পাইডার ম্যান টু'র পরের পর্ব নিয়েও শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। সিরিজের দুটি সিনেমাতেই স্পাইডার ম্যানের প্রেমিকা গোয়েন স্টেসির ভূমিকায় অভিনয় করেছেন এমা স্টোন। কিন্তু দ্বিতীয় সিনেমায় গোয়েন চরিত্রটির মৃত্যু হওয়ায় তৃতীয়টিতে তিনি থাকছেন কি-না- তা নিয়ে আশঙ্কায় ছিলেন অনেকেই। স্টোন অবশ্য শোনালেন আশার বাণীই। জানালেন, গোয়েন স্টেসিকে ফিরিয়ে আনতে বদলানো হতে পারে স্পাইডার ম্যানের পুরো গল্পই।