বউয়ের ভাইকে খুশ করলে, সংসারে শান্তি সদা বিরাজমান। সংসারে সুখ আনতে এটা তো একটা পুরনো দাওয়াই। বলিউডেও যে চলে এই দাওয়াই তা জানা গেল নবাব সাইফ আলি খানের থেকেই।
বিষয়টি হলো, সাইফ আলি খান এবার হোমপ্রোডাকশনের ছবিতে সিনেপর্দায় আনতে চলেছেন স্ত্রী কারিনা কাপুরের ভাই আরমান জৈন কাপুরকে। ছবির নাম 'লেকর হাম দিওয়ানা দিল'।
ছবিটি পরিচালনা করছেন পরিচালক ইমতিয়াজ আলি খানের ভাই আরিফ আলি। রোম্যান্টিক ছবি দিয়েই সিনেপর্দায় আসতে চলেছেন রণবীর কাপুর ও করিনা কাপুরের ভাই আরমান। ২৫ বছর বয়সেই শুরু হতে চলেছে আরমানের বলিউড যাত্রা।
জানা গেছে, অভিনয়ের জন্য শুধু অ্যাক্টিং স্কুলেই নয়, অভিনয়ের টিপস পাচ্ছেন কাপুর বংশের ছোট-বড় সবার থেকেই। আর এ ব্যাপারে সহযোগিতা করছেন জামাইবাবু সাইফ আলি খানও।
আগামী জুলাই মাসের ৪ তারিখ মুক্তি পেতে পারে এই ছবি। আরমানের বিপরীতে দেখা যাবে নতুন নায়িকা দীক্ষা শেঠকে।