জার্মানিতে নিগ্রহের শিকার হলেন ইভলিন শর্মা, অন্যদিকে দুবাইয়ে যাওয়ার পথে প্লেনের মধ্যে মধ্যাকাশে হেনস্থার শিকার হলেন সেলিনা জেটলি। দুবাই থেকে আমেরিকা যাওয়ার পথে প্লেনে মধ্যাকাশে বিমান সংস্থার কর্মীর হাতে হেনস্থা হতে হল সেলিনা জেটলিকে।
প্লেনে সেলিনার সঙ্গে আচমকাই দেখা হয়ে যায় তাঁর দুই ডিজাইনার বন্ধু আন্না সিং ও ফারহা খান আলির। নো এন্ট্রি সিনেমার অভিনেত্রী এরপর উঠে যান বন্ধুদের সঙ্গে কথা বলতে। কথার মাঝে ওয়াশরুমে যেতে চান সেলিনা।
কিন্তু হঠাৎই তাঁকে বাধা দেন বিমানসংস্থার এক কর্মী। এমনকী তিনি অভিযোগও করেন, সেলিনার উদ্দেশ্যে কটু কথাও বলেন সেই বিমানসংস্থার কর্মী। আমেরিকায় গিয়ে এলজিবিটি কমিউনিটির এক অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দেওয়ার কথা সেলিনার।