স্প্লিটভিলার নতুন সিজনে সঞ্চালনা করতে এসে বলিউডের দুই সুন্দরী ঐশ্বরিয়া রায় বাচ্চন ও ক্যাটরিনা কইফকে নাকি নকল করতে চলেছেন সানি লিওন।
জানা গেছে, ঐশ্বরিয়া ও ক্যাটরিনার মতো করেই নিজের ফ্যাশন স্টেটমেন্ট রাখছেন সানি লিওন। এমনকি এই দুই অভিনেত্রীর জনপ্রিয় ছবির মতো করেই সাজবেন সানি লিওন। স্প্লিটভিলা শোয়ে বলিউডি টাচ দিতেই সানির এই অভিনব প্রচেষ্টা।