আর বড়পর্দা নয়, রিয়াজ এখন ছোটপর্দায়। নাটকেই নিয়মিত অভিনয়ের জন্য মনস্থির করেছেন তিনি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক এরই মধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। সর্বশেষ চিত্রনায়ক রিয়াজ লিটু সাখাওয়াতের রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় 'সুন্দরীতমা' নাটকে অভিনয় করেছেন। এ নাটকে রিয়াজ 'ঈশান' চরিত্রে অভিনয় করেছেন। নাটকে তার বিপরীতে আছেন নুসরাত ইমরোজ তিশা। এর আগে একই পরিচালকের 'এক বছর পরের সন্ধ্যা' নাটকে অভিনয় করেছেন রিয়াজ। এটি পহেলা বৈশাখে আরটিভিতে প্রচার হয়। পাশাপাশি সুমন ধরের পরিচালনায় 'গল্পে গল্পে ভালোবাসা' নাটকেও অভিনয় করেছেন তিনি। তবে বেশ কয়েকবছর বিরতির পর চিত্রনায়ক রিয়াজ অভিনয়ে ফিরেছেন মোহন খানের রচনায় ও পরিচালনায় টেলিফিল্ম 'ভালোবাসার এক ফোঁটা জল' ও নাটক 'গাঙচিলের ঠিকানা'তে অভিনয়ের মধ্য দিয়ে। এতে তার বিপরীতে আছেন রোমানা।
রিয়াজ অভিনয়ে বিরতি নিয়েছিলেন। চলচ্চিত্রে নিজের ক্যারিয়ারে ধস নামার পর তিনি বিরতি নেন। কিন্তু এখন নিয়মিত অভিনয় করবেন। আপাতত ছোটপর্দায় আছেন। বড়পর্দায় কেউ ডাকলে অবশ্যই সাড়া দেবেন।