বেশ কিছুদিন ধরেই একটা কথা বাতাসে ভেসে বেড়াচ্ছিল, মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজা। কিন্তু তিনি এ বিষয়ে মুখ খুলছিলেন না। অবশেষে তার স্বামী বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'হ্যাঁ, জেনেলিয়া এখন অন্তঃসত্ত্বা। আমরা সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছি। এ নিয়ে আমি ও জেনেলিয়া দু'জনই খুব উচ্ছ্বসিত।'
বলিউডে রিতেশের প্রথম ছবিতে অভিনয় করেছিলেন জেনেলিয়া। তখনই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর তা রূপ নেয় প্রেমে। যার সফল সমাপ্তি হয় বিয়ের মাধ্যমে। দশ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালে তারা সাত পাঁকে বাঁধা পড়েন।
ইমরান খানের সঙ্গে 'জানে তু ইয়া জানে না' ছবিতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান মিষ্টি মেয়ে জেনেলিয়া।