প্রায় তিন বছর পর আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন পার্থ বড়ুয়া ও অপি করিম। তাও একটি নয়, দুটি নাটকে অভিনয় করবেন তারা। শুটিং হবে চলতি মাসেই। একটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু, অন্যটির পরিচালক গৌতম কৈরী। পার্থ বললেন, 'আমি ও অপি একসঙ্গে যত কাজ করেছি, দর্শক খুবই ভালোভাবে নিয়েছে। অনেকদিন পর অপির সঙ্গে কাজ করতে যাচ্ছি। আশা করি, এ দুটি নাটকও দর্শকদের মনে থাকবে।' অপি বলেন, 'আমি পার্থদার গানের পাশাপাশি তার অভিনয়ের ভক্ত। আর অনেক দিন পর একসঙ্গে অভিনয় করতে যাচ্ছি। আশা করছি কাজ দুটি ভালো হবে। জানা গেছে, নাটক দুটি রোজার ঈদে প্রচার হবে বলে জানা গেছে। উল্লেখ্য, পার্থ বড়ুয়া ও অপি করিম সর্বশেষ জুটি হয়ে অভিনয় করেছিলেন এনটিভিতে প্রচারিত 'ছায়া চোখ জলছাপ' নাটকে। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নাটকটির কাজ হয়েছিল ২০১১ সালের মার্চে।