এ পর্যন্ত মাত্র তিনটি সিনেমায় অভিনয় করেছেন মহেশ ভাটকন্যা আলিয়া ভাট। কিন্তু চাচাতো ভাইয়ের মতো তার গায়েও লেগে গেছে সিরিয়াল কিসারের তকমা। তিনটি সিনেমাতেই নায়কদের সঙ্গে চুমু খাওয়ার দৃশ্যে অভিনয় করেছেন তিনি। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে, 'হাইওয়ে'তে রানদিপ হুড়ার সঙ্গে এবং 'টু স্টেটস'-এ অর্জুন কাপুরের সঙ্গে চুম্বন দৃশ্যে দেখা গেছে তাকে। কারন জোহরের প্রযোজনায় সামনের মাসে মুক্তি পেতে যাচ্ছে তার চতুর্থ সিনেমা 'হাম্পটি শার্মা কি দুলহানিয়া'। সিনেমার ট্রেইলারে নায়ক ভারুন ধাওয়ানের সঙ্গে চুমু খেতে দেখা যায় আলিয়াকে। ভারতীয় সেন্সর বোর্ড এরই মধ্যে সিনেমার চুম্বন দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছে।