বাংলাদেশের অভিনেতা ইমনের সঙ্গে জুটি বাঁধছেন সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলা। বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা স্বপন আহমেদ পরিচালিত 'পরবাসিনী' ছবিতে জুটি হচ্ছেন ইমন-উর্বশী। অবশ্য ঠিক পুরো ছবির জন্য নয়, 'পরবাসিনী' ছবির একটি আইটেম গানে অংশ নিচ্ছেন তারা।
বর্তমানে মুম্বাইয়ে ছবিটির আইটেম গানের মহড়া দিচ্ছেন ইমন ও উর্বশী। মুম্বাই থেকে ইমন জানান, বেশ আয়োজন করে 'পরবাসিনী' ছবির আইটেম গানটি তৈরি করা হচ্ছে। এ মুহূর্তে উর্বশী আর আমি মহড়া দিচ্ছি। আশা করছি, অসাধারণ একটি গান ঢাকার সিনেমাপ্রেমী দর্শকরা উপভোগ করতে পারবেন।