আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরোতে মুগ্ধ ক্যাটরিনা কাইফ। অ্যাগুয়েরোর ফুটবল শৈলী মন কেড়েছে তার। কয়েক বছর আগে ভিআইপি অতিথি হিসেবে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবে গিয়েছিলেন ক্যাটরিনা। সেখানে খুব কাছ থেকে দেখেছেন ফুটবল ক্লাবটিকে। ভিআইপি গেস্ট অ্যাম্বাসেডর সংবর্ধনাও মিলেছিল ক্যাটের। হইচই করে বেড়িয়েছেন ক্লাবের গেস্টরুমে। নিজের ভালোলাগা জানাতেও ভুল করেননি বলিউডের এই তারকা অভিনেত্রী। সার্জিও অ্যাগুয়েরোর ফুটবল শৈলীতে নিজের মুগ্ধতার কথা জানান তার সহকর্মীদের। ম্যানসিটিতে ক্যাটরিনার পদচারণার সে খবর এখন হালের সেনশনের সঙ্গে জড়িয়ে উচ্চারিত হচ্ছে অনলাইনে সোস্যাল মিডিয়ায়।