বলিউডের যেকোনো নায়িকাদের বিয়ের পরেই সবার আগ্রহী দৃষ্টি থাকে তারা বাচ্চা নিচ্ছেন কবে। তা ঐশ্বরীয়া থেকে থেকে শুরু করে বিদ্যা বালান, রাণী মুখার্জিসহ সবার বেলাতেই সত্য। তবে এ ক্ষেত্রে হয়ত ব্যতিক্রম হতে যাচ্ছেন কারিনা কাপুর। গুঞ্জন দানা বাঁধার আগেই কারিনা পরিষ্কার জানিয়ে দিলেন, আপাতত মা হওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। এমনকি স্বামী সাইফও এখনই কারিনার তরফে কোনো সন্তানের বাবা হতে চাইছেন না বলে জানিয়েছেন তিনি।
তবে সাইফ বাবা হয়েছেন অনেক আগেই। সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের তরফে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। কারিনার কথায়, ‘বাচ্চা হলে পুরোপুরি সিনেমা ছেড়ে দিয়ে সন্তানের যত্ন নেব।তাই আপাতত ক্যারিয়ার নিয়েই থাকতে চাই আমি ও সাইফ। তাই বাচ্চার কথা ভাবছি না। ’