শুটিং শেষ হয়েছে অনেক আগেই, এবার চলছে ব্যাকগ্রাউন্ডের কাজ। এটি শেষ হলেই আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে উঠতে পারে রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিটি। আর সব কিছু ঠিক ঠাক মতো এগুলে ঈদুল ফিতর ও ঈদুল আযহার মাঝামাঝি কোনো সময়ে প্রেক্ষাগৃহে উঠতে পারে এ ছবিটি।
এতে অভিনয় করেছেন, জায়েদ খান, জাকিয়া বারি মম ও আনিসুর রহমান মিলন। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বাণিজ্যিক ছবিতে নাম লিখিয়েছেন মম। এর আগে ‘দারুচিনি দ্বীপ’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন এই অভিনেত্রী।
এ ছবিটিকেই ঘিরে মম’র প্রত্যাশা অনেক। তিনি বলেন, সবার আগ্রহেই আবারও একটি ছবিতে অভিনয় করছি। দর্শকদের উদ্দেশ্য বলব- আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন, আমাকে আপনাদের ভালবাসায় সিক্ত করবেন।
অন্যদিকে জায়েদ খান বলেন, ছবিটির গল্প চমত্কার। গতানুগতিক কাহিনীর চেয়ে একটু ভিন্ন। বর্তমানে ছবিটির ব্যাকগ্রাউন্ডের কাজ চলছে। খুব শীঘ্রই বড় পর্দায় উঠবে বলে আশা রাখি। অভিনয়ের শতভাগ নিংড়ে দিয়েছি এ ছবিতে। বাকিটা দর্শকদের ওপর ছেড়ে দিলাম।