হিন্দি ছবি প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল প্রেক্ষাগৃহের সামনে প্রতিবাদ অবস্থান করে চলচ্চিত্র ঐক্যজোট। অবিলম্বে এই প্রদর্শন বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানান জোটের সদ্যস্যরা। গতকাল সারা দেশে মুক্তি পেয়েছে বলিউডের হিন্দি ছবি 'ওয়ানটেড'। প্রভু দেবা নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন সালমান খান ও আয়েশা টাকিয়া। গতকাল ৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। ঢাকার যেসব প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে সেসব প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ মিছিল করে চলচ্চিত্র ঐক্যজোট। তারা হিন্দি ছবির বিরুদ্ধে বক্তব্য রাখে ও ক্ষোভ জানান। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নায়ক শাকিব খান বলেন, 'আমাদের চলচ্চিত্র বাঁচাতে যে কোনো মূল্যে এই হিন্দি চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশের চলচ্চিত্রকে উন্নত করার জন্য যখন আপ্রাণ চেষ্টা করছি ঠিক তখনই বিদেশি ছবি প্রদর্শনের হীন চক্রান্ত হচ্ছে। এটা আমরা প্রতিহত করবই।' শিল্পীরা তাদের দাবি নিয়ে প্রেক্ষাগৃহের সামনে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।
জোট সদস্যদের একটিই দাবি, অবিলম্বে হিন্দি ছবির প্রদর্শন বন্ধ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তারা বলেন, দেশীয় চলচ্চিত্র রক্ষায় প্রয়োজনে জীবনবাজি রাখতেও কার্পণ্য করবেন না তারা। ১৯টি চলচ্চিত্র সংগঠনের নেতা-কর্মীরা এই প্রতিবাদ অবস্থানে অংশ নেন। এদিকে হিন্দি ছবি প্রদর্শনের বিরুদ্ধে চলচ্চিত্র ঐক্যজোটের আন্দোলনকে বেআইনি আখ্যা দিয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতি প্রকৃত চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলন করবে।
হিন্দি চলচ্চিত্র প্রদর্শন রুখতে মোট ১৯টি সংগঠন আন্দোলন করছে। তারা এ দেশের চলচ্চিত্র রক্ষার দাবিতে এই আন্দোলনে নেমেছেন। প্রদর্শক সমিতির সহসভাপতি সুদীপ্ত কুমার দাশ বলেন, 'সেন্সর বোর্ডের অনুমতি নিয়ে আমরা হিন্দি ছবি প্রদর্শন করছি। মানহীন বাংলা ছবির কারণে দর্শক দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহবিমুখ। এ কারণে গত কয়েক বছরে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে ২০০০ সালের প্রথম দেশে থাকা সাড়ে বারোশ প্রেক্ষাগৃহ এখন সাড়ে তিনশতে নেমেছে। তাই প্রেক্ষাগৃহ বাঁচাতে হিন্দি ছবি আমদানির বিকল্প ছিল না।'
হিন্দি চলচ্চিত্র প্রদর্শন রুখতে চলচ্চিত্র ঐক্যজোট আজ সকাল থেকে এফডিসির সামনে চলচ্চিত্রশিল্পীরা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করবেন।