পতৌদি বংশের মেয়ে সোহা আলি খান ও বলিউড অভিনেতা কুনাল খেমুর প্রেমের সফল সমাপ্তি হলো। গতকাল মুম্বাইয়ে বিয়ে করেছেন তারা। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া পরিসরে এই বিয়ে হয়। ওই দিন বর-কনের চার হাত এক করে দিয়েছেন সোহার মা শর্মিলা ঠাকুর, বোন সাবা আলি খান, ভাই সাইফ আলি খান ও বউদি কারিনা কাপুর খান।