গত বছর সব মিলিয়ে দুটি মাত্র ছবি- 'গুন্ডে' আর 'ম্যারি কম'। 'গুন্ডে' নিয়ে তেমন আলোচনায় না এলেও 'ম্যারি কম'-এ কম যাননি প্রিয়াঙ্কা চোপড়া। তবে এ বছর নতুন আলোয় গা ভাসাতে যাচ্ছেন জাতীয় পুরস্কারজয়ী সাবেক এ বিশ্বসুন্দরী। ভিন্ন ধরনের চারটি ছবিতে কাজ করছেন তিনি। 'এ বছর বেশ ভালো কিছু ছবিতে কাজ করছি। এ বছর 'দিল ধাড়াকনে দো' মুক্তি পাবে। একটি অস্বাভাবিক পরিবার নিয়ে সমকালীন একটা গল্প। এরপর আসবে 'বাজিরাও মাস্তানি'। যেখানে আমার চরিত্র এক ভারতীয় পেশোয়া রানীর। এরপর আসবে 'গঙ্গাজল-২' ও 'ম্যাডামজি।' সবমিলিয়ে দর্শক আমাকে ভিন্ন ভিন্ন রূপে দেখতে পাবেন। সমালোচকরা বুঝতে পারবেন, আমি বৃত্তবন্দী নই।'- সম্প্রতি একটি সাক্ষাৎকারে এভাবেই বললেন প্রিয়াঙ্কা। তার কথা শুনেই বোঝা যাচ্ছে, তিনি কতটা আত্দবিশ্বাসী।
'গঙ্গাজল-২'তে প্রিয়াঙ্কা চোপড়া থাকবেন অজয় দেবগনের বিপরীতে, পুলিশ অফিসারের চরিত্রে। 'ম্যাডামজি'তে আইটেম ড্যান্সার। আর 'বাজিরাও মাস্তানি'তে আরেক রূপ।