চলতি বছরের মিস ইউনিভার্স মুকুট জিতেছেন কলম্বিয়ার সুন্দরী পলিনা ভেগা। প্রথম রানার আপ যুক্তরাষ্ট্র্রের নিয়া সানচেজকে হারিয়ে এ মুকুট জিতে নেন তিনি। রবিবার মিয়ামিতে ৬৩তম এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ৮৭ জন প্রতিযোগী অংশ নেন। খবর ইয়াহুর
২২ বছর বয়সী মিস ইউনিভার্স ভেগা কলম্বিয়ার বারানকুইলার ব্যবসা প্রশাসনের শিক্ষার্থী। মুকুট জিতে যার পর নাই আনন্দিত ভেগা। ভেগা বলেন, মুকুট জেতার খবর শোনা মাত্রই আমি গৌবর বোধ করি ও উত্তেজিত হয়ে পড়ি।'
তিনি আরো বলেন, 'ভক্তরা আমাকে যেভাবে অভিনন্দন জানিয়েছে তাতে মনে হয়েছে আমি কলম্বিয়ায় আমার পরিবারের সঙ্গেই আছি। অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তেই আমি তাদের কাছ থেকে অনেক বেশি সমর্থন পেয়েছি।' মিস ইউনিভার্স মুকুটটি ভেগার আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তুলবে বলেও জানান তিনি।
এদিকে, প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ মিস ইউক্রেন ডায়ানা হারকুশা। এরপরেই রয়েছেন মিস জ্যামাইকা ক্যাসি ফেনেল এবং মিস নেদারল্যান্ড ইয়াসমিন ভারহেইজেন।
বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ২০১৫/শরীফ